বিলুপ্তির পথে গরু দিয়ে ধান মাড়াই ।এই ধান মাড়াই এর মধ্যে কেউ অনেকগুলি
শব্দ যেগুলো বর্তমানে বিলুপ্ত হতে চলেছে তা হল এই ধান মাড়াই টাকে বলা হতো
"মলন মলা" আর তারপরে যে খড় গুলি পড়ে থাকতো তাকে বলা হত "পল" ধান গুলি যে
যন্ত্র দিয়ে উল্টে পাল্টে দেয়া হতো তাকে বলা হত "কানজন" এগুলি কথ্য ভাষা
সঠিক শব্দ নয় ,অঞ্চল বিশেষে ব্যবহৃত হয়।
0 Comments