কাঠের
জ্বালানির প্রায় অন্তিম লগ্নে আমরা চলে এসেছি । মূলত গাছের 'তক্তা" যোগ্যের (যা আসবাব তৈরি করতে ব্যবহৃত হয় )বাইরের অংশটা জ্বালানি হিসেবে ব্যবহার
করা হয় । তবে অনেক ক্ষেত্রে মাটির নিচের মূল বা শিকড় ও জ্বালানি হিসেবে
ব্যবহার করা হয়। গাছের ডাল, পাতা প্রভৃতি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ডাল গুলি মোটা হলে অনেক সময় সেগুলিকে কুড়াল দিয়ে চিরে জ্বালানি তৈরি করা
হয়। কুড়াল দিয়ে চিরে যে কাঠ বের করা হয় ,তাকে "চ্যালা কাঠ" বলা হয় ।এই শব্দটি অপভ্র্ন্শ হয়ে "চলা" হিসাবে উচ্চারিত হয় আমাদের অঞ্চলে ।
0 Comments