ডোঙা, ডিঙি(ডোঙ্গা, ডিঙ্গি)[DONGA,DINGI]

কাঠের গুড়ি থেকে বর্তমানের বড় জাহাজ, জলকে জয় করার জন্য মানুষের জলযানের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন পরিলক্ষিত হয় ।এবং এই জলযানের বিভিন্ন রকম নাম রয়েছে । ( ডিঙি,ডিঙ্গি, নাউ, নৌকা,পানসি, বজরা, ছিপ, ইত্যাদি )।সেগুলি তার আকার- আকৃতি ,রকম ,আঞ্চলিকতা প্রভৃতির ওপর নির্ভর নির্ভর করে বিভিন্ন রকম নামকরণ হয়ে থাকে  আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একই জিনিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম রয়েছে ।আজ যেটি পোস্ট করেছি সেটি "ডোঙা" নামে পরিচিত । এটি মূলত তাল গাছ থেকে তৈরি হয় ।পুকুর খাল বিল প্রভৃতিতে মাছ ধরার কাজে এটিকে ব্যবহার করা হয়। সাধারণত একজনের বহনের জন্য এটি তৈরি হয়। এটি যেটা দিয়ে চালানো হয় সেটিকে চোড় বলা হয়,প্রধানত যা বাঁশ দিয়ে তৈরি করা হয়। ।চোড় এবং দাঁড় এর মধ্যে ফারাক রয়েছে দাঁড় যেমন গভীর জল ব্যবহার করা যায় চোড় সাধারণত অগভীর জলে ব্যবহার করা হয়।


Post a Comment

0 Comments