গ্রাম্য কর্মসংস্কৃতির ধারক ও বাহক লোহার তৈরি এই যন্ত্রটি বর্তমানে
লুপ্তপ্রায়। বর্তমানের ডিজিটাল যুগে প্রায়ই অপাংক্তেয় হয়ে উঠেছে এই
যন্ত্রটি; কিন্তু এক সময়ে এটায় সভ্যতাকে
এগিয়ে নিয়ে এসেছিল। যন্ত্রটিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে বলা
হয়ে থাকে। লোহা দিয়ে নির্মিত অংশটি তার আকার ও আকৃতির অনুসারে বিভিন্ন
জায়গায় বিভিন্ন রকম নামে পরিচিত যেমন "দা","হেসো", "কুটুরি", "কাটারি"
ইত্যাদি আর কাঠের তৈরি অংশটিকে "আচাড়ি", "বাট" ইত্যাদি নামে পরিচিত ।
0 Comments