পাতো খোলা

ধান লাগানোর আগে বীজকে জমিতে ফেলে ধানের চারা তৈরি করা হয়।  ধানের চারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে পরিচিত ।এই চারা যেখানে ফেলা হয় সেটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে পরিচিত। মূলত তলা, চারা, বীজতলা ,প্রভৃতি।  নদীয়া এবং তৎসন্নিহিত অঞ্চলে ধানের চারা "পাতো" তো বলা হয়  এবং যেখানে পাতো দেওয়া হয় তাকে "পাতো খোলা" বলা হয়।

Post a Comment

0 Comments