চাং

গ্রাম্য জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই জিনিসটি ।গ্রামের মানুষজন অবসর সময় কাটানোর জন্য এটির উপরে বসে তাস খেলা বা বিভিন্ন আলাপ-আলোচনা করতো। মূলত কোন বড় গাছ বা বাঁশ তলার নিচে এই জিনিসটি তৈরি করা হতো বাঁশ দিয়ে। কোথাও কোথাও এটি "মাচা" নামে পরিচিত হলেও নদীয়া এবং তৎসন্নিহিত অঞ্চলে আমরা এটাকে জেনে এসেছি "চাং" বলে। বিভিন্ন দিক গজ সাহিত্যিকদের কলমে উঠে এসেছে এই "চাং" বা "মাচার" কথা । অনেক সময় শিকার করার জন্য গাছের উপরে এটা বাঁধা হত তবে সেটি অনেক ছোট আকারের। বর্তমানে এটি লুপ্তপ্রায় ,শুধুমাত্র কিছু কিছু জায়গায় এটি দেখা যায়।

Post a Comment

0 Comments