মুড়ি ভাজা সামগ্রী দ্বিতীয় পর্ব-- আজ যে মুড়ি ভাজার সামগ্রী নিয়ে চর্চা করব "বালেন" ।এটির উপরে ঝাঁঝোরটিকে বসানো হয় যাতে ঝাঁঝোরের বালি গুলো এই "বালেন" এ পড়তে পারে ,এবং সেটিকে পুনর্ব্যবহার করার জন্য আবার হাড়িতে দেয়া যায় । এটি এমন ভাবে তৈরি যাতে এর ওপরে ঝাঁঝোরটি খুব সুন্দর ভাবে বসে যায়। ঝাঁঝোরের মধ্যে মুড়ি থেকে বালি গুলো বালি গুলো আলাদা করার জন্য কিছু প্যাকাটি একসঙ্গে গুছিয়ে বেঁধে সেটা দিয়ে নাড়ানো হয়। মুড়ি ভাজা সামগ্রী টোটাল পোস্ট টোটাল পোস্ট পোস্ট সামগ্রী টোটাল পোস্ট কমপ্লিট হওয়ার পর একটি পোস্টে পুরো প্রসেসটি একবার ছবি সহ বর্ণনা করা হবে বর্ণনা করা হবে করা হবে ।
0 Comments