• Apr 25, 2025

কুমোরের চাকা

আজ কোনো শব্দ নয় যেটি পোস্ট করব সেটি সভ্যতার  উষালগ্ন থেকে আজ অবধি রয়েছে  তবে আর কতদিন থাকবে তা নিয়ে প্রশ্নচিহ্ন  দেখা যাচ্ছে .সেটি হল কুমোরের চাকা  .আজ আর সেই রকম ভাবে নতুন কেও এই পেশা গ্রহন করছে বলে আমার জানা নেই . কারণ হয়ত শিল্পের রমরমা তাইত আজ অপান্ক্তেয় হতে বসেছে "কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি" .হয়ত একদিন আসবে শুধুমাত্র সাহিত্যেই স্থান হবে .ছোট বেলায় এই চাকার উপর দিয়েই কিভাবে হাড়ি ,কলসি ,ঘট্,অনান্য সামগ্রী কিভাবে গড়ে উঠত তা অবাক চোখে প্রত্যক্ষ করতাম .
ছবিটি সোমনাথ এর কাছ থেকে সংগৃহিত .
 

Post a Comment

0 Comments