একটা সময় ছিল যখন বেতের তৈরি জিনিসের রমরমা ছিল । গ্রামে গ্রামে
ফেরিওয়ালার মত বেতের তৈরি জিনিসপত্র নিয়ে ফেরি করতে দেখা যেত ।সেই সমস্ত
ব্যক্তিবর্গ আজ আর তেমন ভাবে গ্রামে গ্রামে ঘোরেন না যদিও জিনিসটি লুপ্ত
হয়ে যায় যায়নি কিন্তু এর সংখ্যা অনেক কমেছে। মানুষ আর আগের মত বেতের
তৈরি জিনিসপত্র ব্যবহার করেন না।এর কারণ বর্তমানে বিভিন্ন শিল্পজাত দ্রব্য
,মেটাল জাতীয় বা প্লাস্টিকের রমরমার জন্য বেতের তৈরি জিনিসের কদর কমেছে ।
তাছাড়া সেরকমভাবে বেত ও আর দেখতে পাওয়া যায় না । আর যদিও বা পাওয়া
যায় তা অনেকটাই একেবারে সাধারণ গৃহস্থের ক্রয় ক্ষমতার বাইরে ।তাই মানুষ
আধুনিক জিনিসপত্র ব্যবহার করছে তবুও অনেকের ঘরেই এখনও হয়তো এই যে জিনিসটি
পোস্ট করছি সেটি সবাই পাবেন । এটি বেতের তৈরি একটি "ধামা"। বর্তমানে
অ্যালুমিনিয়ামের ধামা তৈরি হয়েছে এবং সেটিই বেশিরভাগ লোকের ঘরে দেখা
যাচ্ছে এবং ব্যবহৃত হচ্ছে।
0 Comments