হুড়ুম

একে চেনেন না এমন লোক মনে হয় কমই আছে। প্রায় সমস্ত জায়গাতেই একে মুড়ি হিসেবেই চেনা হয়। কিন্তু আমার এক গ্রাম্য ঠাকুমা যিনি বর্তমানে পরলোকগত তার মুখে সব সময় একে "হুড়ুম" হিসেবে চিনে এসেছি ।তিনি পূর্ববঙ্গের লোক ছিলেন দেশভাগের পারে এদেশে চলে আসেন । তাই স্বাভাবিকভাবেই মনে হয় পূর্ববঙ্গ বিস্তীর্ণ অঞ্চলে একে "হুড়ুম' নামে ডাকা হয়,হত।

Post a Comment

0 Comments