ছুবা

হাঁড়িতে করে আত্মীয় বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া আজ প্রায় অতীত। বর্তমানে কাগজের প্যাকেট হওয়াতে হাঁড়ির জনপ্রিয়তা কমেছে । কিন্তু একটা সময়ে এ  হাড়িতে করেই আত্মীয় বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া হতো । হাঁড়িটি মূলত মাটির তৈরি হতো ।পরিত্যক্ত  হাঁড়িটিকে বিভিন্ন কাজে গ্রামাঞ্চলে ব্যবহৃত হতো । মাকে দেখেছি বাতিল হাঁড়িটি দিয়ে গোলার দোর, তুলসী তলা নিকোতে। মায়ের মুখে এই বাতিল  হাঁড়িটির নাম "ছুবা" হিসেবে জেনে এসেছি। ছোট বেলা থেকে আমরাও তাই বলতাম । এটার মধ্যে এক রকমের মাটি গুলে গোলা তৈরি করে পাকাটির সঙ্গে লেগে লেগে থাকা বাতিল পাট দিয়ে "পোছ" তৈরি করা হতো এবং তা দিয়ে নিকানো হত।আঞ্চলিক শব্দগুলোর অনেকটাই অপ্ভ্রঁশ শব্দ তাই বিতর্ক কাম্য নয় .

Post a Comment

0 Comments