চ্যাঙারি

কর্মমুখর মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বাঁশ বা কঞ্চির তৈরি ঝুড়ি । এই ঝুড়ি বিভিন্ন সাইজের ও রকমের হয়ে থাকে ,এবং বিভিন্ন অঞ্চলে আকার ও আকৃতি অনুসারে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে । ঝুড়ি বিভিন্ন কাজে ব্যবহৃত হয় । এটি তৈরিতে মূল উপকরণ বাঁশ ও কঞ্চি আজ যে ঝুড়িটি পোস্ট করছি সেটি আকৃতিতে অনেক ছোট । মূলত সবজিওয়ালার কাছে সবজি বাছাই করার জন্য এই ঝুলি গুলি ব্যবহৃত হয় এই ঝুঁড়িগুলো মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে "চ্যাঙারি","ঠেকা" নামে পরিচিত।

Post a Comment

0 Comments