পলো

এক সময়ে পৌষমাস থেকে শুরু করে চৈত্রমাস পর্যন্ত খাল-বিল কিংবা উন্মুক্ত জলাশয়ে পলো দিয়ে মাছ ধরার মহড়া চলত।জলাশয়ের এক প্রান্ত থেকে সৌখিন মৎস শিকারিরা সবাই একই সাথে লাইন ধরে লুঙ্গি আটঘাট করে বেঁধে এক সাথে দল বেঁধে নান্দনিক ছন্দের তালে ঝপাঝপ শব্দে প্রতিযোগিতামূলক পলো দিয়ে মাছ ধরা শুরু করতেন এবং ক্রমান্বয়ে সারিবদ্ধভাবে এগিয়ে যেতেন সামনের দিকে।বর্তমানে খাল-বিল বা উন্মুক্ত জলাশয় বুজিয়ে সেখানে প্লট তৈরী করে গজিয়ে উঠছে বাড়ি বা বড়ো বড়ো ফ্ল্যাট।কোথাও আবার বাঁধ নির্মাণের কারণে নদী-নালা শুকিয়ে গেছে।পরিবেশ দূষণের ফলে আগের মতো মাছও আর পাওয়া যায় না উন্মুক্ত জলাশয়গুলোতে।তাই পলো দিয়ে মাছ ধরার এই প্রতিযোগিতা আর সেভাবে চোখে পড়ে না।

Post a Comment

0 Comments