আর যেটি পোস্ট করছি সেটি বর্তমানে বিভিন্ন অঞ্চলে প্রচলিত রয়েছে, কিন্তু
এর রূপ বদলেছে। আগে এটা মাটিরই তৈরি হতো এবং নাম হিসেবে আমরা জানতাম "চাড়ি"
। মূলত ধান ভিজিয়ে রাখা বা গরু ও অন্যান্য গবাদিপশুকে খাবার দেবার জন্য
এটি ব্যবহার করা হতো ।নীল চাষের সময়ও নীলকুঠি গুলিতে এর ব্যবহার দেখা যেত।
বর্তমানে এটি মাটির তৈরি না হয়ে সিমেন্টের তৈরি হচ্ছে । "চাড়ি' হিসেবে
জেনে এলেও হঠাৎ একদিন ঘোড়ার গাড়িতে করে একজন চাড়ি বিক্রেতার মুখে শুনতে
পেলাম "নাদা" অর্থাৎ এটি 'নাদা" নামেও পরিচিত ।এখনো বেশ বহুল পরিমাণে
ব্যবহৃত হয়ে আসছে কিন্তু বর্তমানে মাটির তৈরি এর সংখ্যা অনেক কমেছে
,সেখানে দখল করেছে কংক্রিটের তৈরি চাড়ি।
0 Comments