• Apr 26, 2025

বইল

দুয়ারে গ্রীষ্ম সমাগত।  এই সময় গ্রাম অঞ্চলের প্রত্যেক আম গাছে গাছে গাছে মুকুলে মুকুলে ভরে ওঠে। মৌমাছিরা নিরন্তর আনাগোনা করতে থাকে। বসন্তের এই মধুর লগ্নে মানুষের মনেও রঙের আভাস লাগে লাগে ।আজ যে বিষয়টি পোস্ট করতে যাচ্ছি সেটি হচ্ছে হচ্ছে আম গাছের মুকুল যা পরবর্তীতে আম ফলাতে সাহায্য করে তাকে। ভদ্র লোকের মুখে মুকুল হিসেবে জানলেও ছোটবেলা থেকেই আমরা একে "বইল" হিসাবে বলে এসেছি।

Post a Comment

0 Comments