• Jan 1, 2025

"আগোড়ি" ও "নাবি"

দুটি শব্দ একসময় খুব শুনতাম কিন্তু বর্তমানে আর সেরকম ভাবে শোনা যায়না। আর বেশিরভাগ সময়টা এটা শুনতাম আমার মায়ের মুখ থেকে । একটি অপরটির বিপরীত শব্দ। শব্দটি হল "আগোড়ি" ও "নাবি"।  "আগোড়ি' অর্থাৎ পূর্বে   "নাবি" অর্থাৎ পরে।মূলতঃ ফসল লাগানোর ক্ষেত্রে শব্দ দুটি ব্যবহৃত হয়। যেমন, শীতকালীন ধান লাগানোর ক্ষেত্রে বলা হতো   আগোড়ি লাগালে সেটা ঝড়-বৃষ্টির আগেই উঠে আসবে আর নাবি হলে ঝড়বৃষ্টির মধ্যে পড়বে এবং ধানের ক্ষতি হবে।  অন্যান্য সমস্ত ফলের ক্ষেত্রেও এরকম 'আগোড়ি" ও "নাবি' প্রয়োগ দেখেছি।

Post a Comment

0 Comments