আজ কয়েকটি শব্দ আবার পোস্ট করতে চলেছি। শব্দগুলো লুপ্তপ্রায় তালিকাভূক্ত।
বেশিরভাগ শব্দগুলি অপভ্রংশ হিসেবে উচ্চারিত হয় । হয়তো আপনারা একে অন্য
নামে বা অন্য শব্দ হিসাবে উচ্চারণ করে থাকেন। প্রথম যে শব্দটি বলছি সেটা হল
'সিতেন" এই শব্দটি আমি ব্যবহার হতে দেখেছি শোবার সময় মাথার বালিশের কাছের
অংশকে 'সিতেন" নামে অভিহিত করা হয় । দ্বিতীয় শব্দটি যেটি বলছি সেটা হল
"চুয়া" এই শব্দটি পরিষ্কার অর্থে ব্যবহৃত হয় । উদাহরণ হিসেবে বলা যায়
নোংরা জায়গাটা ঝাঁট দিয়ে তাড়াতাড়ি চুয়া করে ফেল । তৃতীয় যে শব্দটি
বলছি সেটা বর্তমানে আর শোনা যায় না বললেই চলে । শুকনো কলার পাতা সে গুলোকে
আমরা "ফাতরা" হিসেবে জেনে এসেছি ।চতুর্থ শব্দটি হল "পাটশুলা" অর্থাৎ
পাটকাঠি এই পাটকাটি কে গ্রাম্য কথ্য ভাষায় পাটশুলা ও বলা হয়ে থাকে।
0 Comments