গ্রামবাংলার একটা অন্যতম প্রাচীন সংস্কৃতি, চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন। বর্তমানে আগের মত আমোদ প্রমোদের ভাটা পড়লেও এই অনুষ্ঠানটি এখনো পর্যন্ত বেশ ভালোভাবেই বাঙ্গালীদের মধ্যে পালিত হয়ে থাকে ।তবে আগের সেই জৌলুস আর দেখা যায় না। আমাদের ছোট বেলাতে দেখতাম এই গাজন উপলক্ষে একটা সাজো সাজো রব দেখা যেত এবং অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও 'আসন' বানিয়ে গ্রামে গ্রামে ঘুরত, সাথে সাথে "বল শিব শিব মহাদেব , দেবের দেব মহাদেব 'জয়ধ্বনি । শিবের গাজন উপলক্ষে চৈত্র মাসের শেষ পাঁচ দিন বেশ সুন্দরভাবে কাটত। প্রত্যেক দিনই সন্ন্যাসীদের নিয়ে গাজন তলায় কোন না কোন ইভেন্ট থাকতো ,সেই গুলো যথেষ্ট সুন্দর হতো। সাথে সাথে কোথাও কোথাও কমেডির ব্যবস্থা করা হতো আর এর সঙ্গেই প্রাচীন গ্রাম বাংলার একটা অন্যতম ঐতিহ্য অষ্টক গানের আসর বসতো। যদিও অনেক আগে থেকেই এ অষ্টক গান গ্রামে গ্রামে শুরু হয়ে যেত।( এখানে শিবের গাজনের আর বিশেষ বর্ণনা করলাম না সেটা করলে পরে সেটাই একটা নতুন পোস্ট হয়ে যাবে)
0 Comments