আদাড়,পানসে






"আদাড়" শব্দটির ব্যবহারিক প্রয়োগ আর বর্তমানে দেখাই যায় না। বর্তমান প্রজন্ম এই শব্দটির অর্থ বা ব্যবহার সম্পর্কে অজ্ঞ ,কারন বিষয়টি লুপ্তপ্রায়। আজকের মতো গ্রাম অঞ্চলের সমস্ত বাড়িতে টিউবওয়েল ছিল না, স্বাভাবিকভাবেই জল তুলে আনতে হত দূরের পুকুর বা অন্য কোন টিউবওয়েল থেকে ।নিয়ে এসে সে জলকে সংরক্ষণ করা হতো ভাড় বা চাড়িতে । বাড়িতে সেই জল হাত পা ধোয়ার কাজে বা বাসন ধোয়ার কাজে ব্যবহার করা হতো, বর্তমান যুগের কলতলা যেমন ।সেই জায়গাটিকে "আদাড়" হিসেবে বলা হত।

 আজকাল মাঝে মাঝে বিভিন্ন ফেসবুক পোস্ট বা মানুষের মুখে শোনা যায় জীবনটা একেবারে "পানসে" হয়ে গিয়েছে এই "পানসে" শব্দটির বর্তমানে লুপ্তপ্রায়।  পানসে শব্দটির অর্থ হিসেবে আমরা জেনে এসেছি মিষ্টি কম হওয়া ।সাধারণত খেজুর রস যখন মিষ্টি কম হতো তখনই তাকে পানসে বলা হত। কিন্তু পরে পরে বিভিন্ন বিষয়ে এই শব্দটি ব্যবহৃত হতো ।আজকাল আর সেরকমভাবে শব্দটি ব্যবহারিক জীবনের প্রয়োগে দেখা যায় না।

Post a Comment

0 Comments