ডুঙরি শব্দের অর্থ -ছোট পাহাড়
জীবনের একটা বছর পুরুলিয়াতে কাটানোর সুযোগ হয়েছিল
।সেই সময়টা আমার জীবনের একটা গোল্ডেন পিরিওড ছিল ।পুরুলিয়াতে থাকাকালীন
সেখানের কিছু মানুষজনের সঙ্গে পরিচিত হই। তারই
সূত্রে দেখেছি কি সহজ সরল সারল্য তাদের মধ্যে বিরাজ করছে। ছোট ছোট
বিষয় নিয়ে কত আনন্দ-ফুর্তিতে মেতে উঠতে পারে,আর্থিক অনটন
সত্ত্বেও। পুরুলিয়ার মানুষদের দেখলে বোঝা যায় রুখা সুখা মাটিতে সহজ সরল
সারল্য যেন এক সবুজের হাতছানি
নিয়ে আসে ।এই সবুজ, মানুষের মনের সবুজ, প্রাণের সবুজ । বিদ্যাসাগর
ফাউন্ডেশন এর ছাত্র হিসেবে একটা বছর কাটিয়ে ছিলাম ,কি সুন্দর সময়টাই না
ছিল তখন। মনে পড়ে সেই সময়ের পরিণত বয়সের বন্ধু-বান্ধবদের
কথা, এখনো স্মৃতিতে যেন তাজা হয়ে রয়েছে। কিছু পুরুলিয়ার
বন্ধু-বান্ধবদের কাছ থেকে নতুন নতুন কথা বা ভাষা শিখেছিলাম ,বর্তমানে তা বিস্মৃত হতে বসেছি ।কিছু আঞ্চলিক গান খুব ভালো
লাগতো আমার ।তার মধ্যে একটা গানের লিরিক এইখানে পোস্ট করলাম।
সাথে সাথে আমার কাছে থাকা ছবির কিছু অংশ পোস্ট করলাম স্মৃতি রোমন্থনের উদ্দেশ্যে
বন্ধুরা দেখলে নিশ্চয় ভালো লাগবে .
0 Comments