আধ্যাত্মিকতায় আত্মাকে অবিনশ্বর বলা হলেও পৃথিবীর বেশিরভাগ জিনিসই নশ্বর, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে তা বিলুপ্ত হয়ে যায়। বর্তমানের প্রেক্ষিতে যা চিরন্তন বলে মনে হয় তা নয় ইতিহাসে উঁকি দিলে তার প্রমাণ পাওয়া যায়। কালের গর্ভে এক সময় সবই বিলীন হয়ে যায় ।সমাজ সংস্কৃতি পরিবর্তন হয়। মানব সভ্যতার ক্রমবর্ধমান রূপান্তর গড়ে তোলে নতুন ইতিহাস নতুন ইতিহাস। আমরা চর্চা করছি লুপ্তপ্রায় আঞ্চলিক কথ্য ভাষা নিয়ে। বিষয়টি মোটেই ক্ষুদ্র নয় বরঞ্চ বলা যায় ব্যাপক থেকে ব্যাপকতর ।কারন মানব সমাজের উৎপত্তি পর্যন্ত এর ব্যপ্তি। পাড়া, গ্রাম ,অঞ্চল ,রাজ্য দেশ-বিদেশ জাতি-গোষ্ঠী এর আকার ব্যাপকতর করে তুলেছে। শব্দ আসে যায়, শব্দের ও জন্ম মৃত্যু রয়েছে; বিশেষ করে আঞ্চলিক শব্দের ।সমাজ সভ্যতার প্রয়োজনে নতুন নতুন শব্দ অভিধানে যুক্ত হয় আবার অপ্রয়োজনীয় শব্দ গুলি আমাদের থেকে হারিয়ে যায়। আমরা চেষ্টা করছি মূলত বাংলা আঞ্চলিক কথ্য ভাষা কে তুলে ধরার জন্য ।কিন্তু প্রচুর শব্দ যা লুপ্ত হয়ে গেছে তা তুলে আনা অসম্ভব বলে মনে হয় ।কারন শব্দগুলি কোথাও লিখিত আকারে থাকে নি তা শুধু লোক তা শুধু লোক মুখে উচ্চারিত হতো। বর্তমানে কিছু কিছু অঞ্চলের মানুষের মুখে উচ্চারিত হয় যে গুলি লুপ্তপ্রায় সেগুলোকেই তুলে আনার প্রচেষ্টা করা হচ্ছে। এই কাজ কোন একক মানুষের পক্ষে অসম্ভব ।তাই এই গ্রুপের সকলের সহযোগিতা আহ্বান করা হচ্ছে ।ক্ষুদ্র ক্ষুদ্র বালিকনা যেমন বালিয়াড়ি গড়ে তোলে তেমনি প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান ;জ্ঞান ভান্ডার গড়ে তুলবে, এই আশা রাখি। মানব সমাজের ইতিহাসে লুপ্তপ্রায় আঞ্চলিক কথ্য ভাষা বিভিন্ন রকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ।যেমন সম্পর্কের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, জীবের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে ,স্থানের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে ইত্যাদি ।এগুলো বানান ভুল, ভুল উচ্চারণ বলে বিতর্কে যাবার প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রেই শব্দগুলি উচ্চারিত হয় কোন না কোন শব্দের অপভ্রংশ রূপে ।তবে আনকোরা শব্দ যে দেখা যায় না তা নয় ।তবে অপভ্রংশ ছাড়াও অনেক শব্দ রয়েছে-- যেমন "নাগর" শব্দটির অর্থ প্রেমিক ।কি সুন্দরভাবেই না বর্ণনা করা হয়েছে !--"যেমনি নাচেন নাগর আমার......."। আবার এই সূত্রেই আসি 'পিরিত" --"কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি "। শব্দের অর্থ প্রেম- ভালোবাসা। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রচুর আঞ্চলিক গানে এই রকম শব্দের বহুল প্রয়োগ রয়েছে।
বেশি দীর্ঘায়িত করলে বিরক্তি আসে তাই সংক্ষিপ্ত আকারে শেষ করছি ।বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে অনেক সহজ ভাবে সহযোগিতা করা সম্ভব ,গ্রুপে কমেন্ট বা পোস্ট করে ।সকলকে ধন্যবাদ।
লুপ্তপ্রায় আঞ্চলিক ভাষা কর্তৃপক্ষ।
0 Comments