কাঁকচা


আজ যে বিষয়টি পোস্ট করছি পোস্ট করছি সেটি হল "কাঁকচা"বা "কাঁকটা" এই শব্দটি সম্পর্কে বর্তমানে অনেকেই জানেন না  । এই শব্দটি নদীয়া এবং তৎসন্নিহিত অঞ্চলে একসময় বহুল প্রচলিত ছিল কিন্তু বর্তমানে আর সেইরকমভাবে শব্দটির প্রচলন বা বস্তুটির অস্তিত্ব লক্ষ্য করা যায় না। শব্দটির প্রকৃত অর্থ হল শুকনো মরা পাট গাছ  । অনেক সময় পাটক্ষেতে বিভিন্ন কারণে কিছু পাঠ মরে গিয়ে থাকে, সেই পাটগাছ গুলোকে কেটে বার করে নেওয়া হয়। এগুলি অনেক সময় বেড়া দেওয়ার কাজে ব্যবহার করা হতো বা যখন পাটের প্রচুর দাম তখন সেগুলিকে আবার জাঁক দিয়ে পাটের তন্তু বার করা হয়ে থাকে।

Post a Comment

0 Comments