চেঁচো(CHENCHO)

বর্তমানে মানুষের সংখ্যা বৃদ্ধি হেতু কমে আসছে অনাবাদী জমির পরিমাণ। সাথে সাথে কমে আসছে অনাবাদী জমিতে উৎপন্ন হওয়া বিভিন্ন রকম আগাছার পরিমাণ । এইসব আগাছার বেশকিছু গুলোর মধ্যে আবার ঔষধি গুণ রয়েছে। আজ যে আগাছা টি পোস্ট করছি তার নাম আমরা "চেঁচো" বলে জানতাম। অপেক্ষাকৃত নিচু জমিতে এগুলি লক্ষ করা যায়। বর্তমানে এর সংখ্যা তুলনামূলকভাবে হ্রাস পেয়েছে ।আমাদের ছোটবেলাতে আমরা এর গোড়াটাকে আঁটি বলে জানতাম। এবং অনেক সময় আমরা ছোটবেলায় আঁটি তুলে পরিষ্কার করে তা খেয়েছি।

Post a Comment

0 Comments