বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির চাপ বিভিন্ন ক্ষেত্রের উপর এই দেখা যায়। আগেকার মতো এখন আর সেই রকম ভাবে খাল-বিল দেখতে পাওয়া যায় না ।কারন খাল-বিল গুলো সবই চাষের জমিতে পরিণত হয়েছে বা ভেড়ি কেটে তাতে মাছ চাষ করা হচ্ছে। তবুও কিছু কিছু খাল-বিল তো রয়েইছে ।আজ যে বিষয়টি পোস্ট করছি সেটি হল "ধাপ"। শীতকালের দিকে বিল যখন শুকিয়ে যায় বা জল কমে যেত সেই সময় বিলের জমি পরিষ্কার করে তাকে চাষযোগ্য করে তোলা হতো । মূলত এই জমিগুলোতে একবারই চাষ হতো,এবং সেটা হলো ধান। শীতকালে জমি পরিষ্কার করার সময় আগাছা বা নাড়া, কচুরিপানা প্রভৃতি এক জায়গায় জড়ো করা হতো সেগুলি কিছু অংশ পচে যেত এবং কিছু অংশ রয়ে যেত। পরবর্তী কালে বর্ষার সময়ে জল বাড়লে সেটি জলের ওপরে ভেসে উঠতো। তার ওপর অনেক সময়ই বিভিন্ন রকম গাছপালা,ঘাস জন্মাত এগুলোকে মূলত "ধাপ" বলা হয় ।যদিও এরই মত আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে "দাম" যেটা মূলত কচুরিপানা যখন খুব ঘন হয়ে জলের ওপরে অবস্থান করে তখন নিচের জল দেখা যায় না এবং তার উপরে অনেক সময় বিভিন্ন রকম আগাছা জন্মায় এগুলোকে "দাম" বলা হয়। এ সমস্ত আঞ্চলিক ভাষা এবং বর্তমানে বিষয়বস্তুর সঙ্গে সঙ্গে ভাষা অবলুপ্তির পথে।
0 Comments