এটি কুটা নামে পরিচিত । গাছ থেকে ফল পাড়ার জন্য মূলত এর ব্যবহার করা হয়ে
থাকে। তবে এছাড়াও বিভিন্ন রকম ভাবে এটা ব্যবহার করা হয়। যেকোনো বস্তুকে
দূর থেকে কাছে নিয়ে আসার জন্য এটি দ্বারা টেনে আনা হয়। মূলত বাঁশের কঞ্চি
দ্বারা এটি নির্মাণ করা হতো। কিন্তু অনেক সময় সরু বাঁশকে ব্যবহার করা
হয়ে থাকে । যেটি অনেক হালকা-পাতলা। দূর থেকে জিনিস কে হাতের নাগালে নিয়ে
আসার জন্য এটি ব্যবহার করা হয় ।বর্তমানে এর প্রচলন অনেকটাই কমে গেছে ।আবার
আঞ্চলিক গত ভাবে এটি কুটা নামে পরিচিত হলেও কোথাও কোথাও লগা নামে বলা হয়ে
থাকে।
0 Comments