• Jan 1, 2025

পটকচুড়ি(PATKACHURI)

বাংলার সহজাত প্রকৃতির এক অপরূপ রূপমাধুর্য নিয়ে লোক নিয়ে লোক মানসে ধরা দেয় । তা দেখার জন্য শুধুমাত্র চোখই যথেষ্ট নয় উপলব্ধি করার জন্য উপযুক্ত মনের দরকার হয়। তাইতো যুগে যুগে বিভিন্ন সাহিত্যিক বাংলার এই অপরূপ রূপমাধুর্য নিয়ে তাদের নিয়ে তাদের সাহিত্য রচনা করেছেন। আজ যেটি পোস্ট করছি এটি কচুরিপানার একটা একটা রূপভেদ। আমরা বিভিন্ন রকমের কচুরিপানা দেখে থাকি ।তার মধ্যে এটাও এক রকমের কচুরিপানা । কিন্তু এর পাতাগুলো অনেকটা গোখরো সাপের মত মাথা তুলে থাকে, যেটাকে পট বলা হয় সেই সূত্রেই এই কচুরিপানা গুলোকে আমাদের অঞ্চলে পটকচুড়ি নামে ডাকা হয়। মূলত খাল-বিল পড়ে থাকা পড়ে থাকা অল্প গভীর জলাশয় এই সমস্ত পটকচুড়ি দেখতে পাওয়া যায়। অনেক আগেই বেশ কয়েকবার আলোচনা করেছি বা আলোচনার সূত্রে প্রকাশ করেছি যে বর্তমানে যান্ত্রিকতার যুগে এই সমস্ত জলা জমি জমি বা খাল-বিল নদী-নালা সবই বর্তমানে লুপ্ত হওয়ার পথে। সাথে সাথে এই সমস্ত জীব উদ্ভিদ বিলুপ্তপ্রায় হয়ে পড়েছে আসলে বর্তমানে মানবসভ্যতা শুধু মানুষ কেন্দ্রিক হয়ে  পড়েছে।

Post a Comment

0 Comments