আগেকার গ্রামাঞ্চলে
মাটির ঘরের প্রাধান্য পরিলক্ষিত হতো। মাটির দাওয়াই থেকে শুরু করে মাটির
দেওয়াল, মেঝে তৈরি করা হতো।এবং উপরে ধানের বা গমের নাড়া(খড়) ছাউনি দেওয়া
হতো।বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগে তা অনেক ক্ষেত্রেই বদল হয়েছে। মাটির
মেঝের জায়গায় এসেছে কংক্রিটের মেঝে,দেয়াল,নাড়ার ছাউনি বদলে হয়েছে টিনের।
কিন্তু এখনো এখনো তার কিছুটা অস্পষ্ট ছাপ রয়ে গেছে ।মাটি নির্মিত
বাড়িগুলির সাজসজ্জার ক্ষেত্রে যে সরঞ্জামগুলি ব্যবহার করা হতো তাও
বর্তমানে বিলুপ্ত হওয়ার পথে। মাটির ঘর দুয়ার পরিষ্কার করার জন্য খেজুরের
পাতা দিয়ে তৈরি এই জিনিসটি ব্যবহার করা হতো। ভদ্রস্থভাবে একে ঝাড়ন বললেও
ছোটবেলা থেকেই আমরা একে বাড়ুন নামে জেনে এসেছি ।নোংরা পরিস্কার করার জন্য
এটা ব্যবহার হত ।কিছু কিছু কারিগর আবার এটাকে মডিফাই করে এত সুন্দর রূপ দিত
যা চোখে দেখার মত।
0 Comments