চাচুরি /চাচর/নেড়া পোড়ানো (CHACHURI/CHACHAR/NERA PORANO)

 

দোলের আগের দিন থেকেই ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে বিশেষ ব্যস্ততা লক্ষ্য করা যায়. তারা একজোট হয়ে চাচুরি নির্মাণের জন্য প্রস্তুত হয়, শুকনো ডাল পাতা সংগ্রহ করে সে গুলোকে সুন্দর করে একটা বাসের সঙ্গে বাঁধা হয় এবং সেটিকে কোন একটা ফাঁকা স্থানে পুঁতে দেওয়া হয়. এভাবে চাচুর নির্মাণের পালা সাঙ্গ হয়. সন্ধ্যের পর যখন আকাশে পূর্ণিমার গোল  চাঁদ ওঠে তখন ছেলে মেয়েরা সেই চাচুরির পাশে গোল হয়ে দাঁড়ায় .তার সঙ্গে কেউ একজন সেটাকে অগ্নিসংযোগ করে এবং সেটাকে ঘিরে নাচতে থাকে. সাথে সাথে তাদের মুখে থাকে "আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল , সবাই মিলে বলরে হরি বল". ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে এই উন্মাদনা দেখে সত্যি ভালো লাগে. এবং এই অনুষ্ঠানের দূর থেকেই পর্যবেক্ষণ আমাকে  এক অপার আনন্দ দেয়. কর্মসূত্রে মেদিনীপুরের ঘাটালের বসবাসকালে এটাকে প্রত্যক্ষ করেছি. অন্য কোন অঞ্চলে এটা হয় কিনা আমার জানা নেই. স্থানীয় ভাষায় এটাকে চাচুরি বা  চাচর  বা নেড়াপোড়ানো হয়ে বলা হয়ে থাকে.

 

 

 


 দুর্ভাগ্যবশত আগের দিনের ছুবি ধারণ করা হয়নি ,এটা দোলের দিনের ছবি .আমার ঘরেরমধ্যে থেকেই ছবিটা নেওয়া .

28/03/2021

 

 

 

 

 

 


Post a Comment

0 Comments