পলা পলি

 গ্রাম বাংলার ছেলে মেয়েদের  কাছে একটি অতি পরিচিত খেলা এটি  । ভদ্রসমাজে এটি লুকোচুরি নামে পরিচিত হলেও ছোটবেলাতে আমরা এই খেলাটিকে "পলা পলি' খেলা হিসেবেই জেনে এসেছি। মূলত ছোটদের কাছে এটি একটি জনপ্রিয় খেলা হিসেবে পরিচিত ছিল। বর্তমানে এই খেলা আর সেই রকম ভাবে দেখা যায় না । ছেলেমেয়েরা হাত বেটে কে বুড়ি হবে তা নিশ্চিত করা হতো নির্দিষ্ট নিয়মে ।বুড়ির চোঁখ বেঁধে বা চোঁখে হাত দিয়ে দৃষ্টি আচ্ছন্ন করা হত, যাতে সে কাউকে লুকাতে না দেখতে পারে.  তারপর বুড়ি ছাড়া অন্যরা লুকিয়ে পড়তো বিভিন্ন জায়গায়  ।বুড়ির  কাজ হতো প্রত্যেককে খুজে খুজে বের করা এবং প্রথম যাকে খুজে বের করবে সেই আবার পরের দানে বুড়ি হিসেবে বসবে। সবাইকে খুঁজে বের করার আগেই কেউ যদি বুড়ির মাথায় লুকিয়ে এসে হাত রেখে দিতে পারত তাহলে পরের দানে তাকেই আবার বুড়ি হিসেবে  বসতে হতো। এরকম ভাবেই খেলাটি চলত  ।ছবি সংগৃহিত .

Post a Comment

0 Comments