পাঁচন

আজ,আর একটি অতি পরিচিত,অতি গ্রামবাংলার একটি ব্যবহৃত শব্দের কথা বলবো,যেটির নাম অন্যত্র ভিন্ন হতে পারে। "পাঁচন" বাঁশ চিরে ভালো করে চাঁচা,ছোলা করে "পাঁচন" তৈরী হয়। গরু,মহিষ চড়াতে কিংবা গরু,মহিষের গাড়িতে গাড়োয়ান এই "পাঁচন" ব্যবহার করে থাকেন।

Post a Comment

0 Comments