লুপ্তপ্রায় আঞ্চলিক কথ্য ভাষা


লুপ্তপ্রায় আঞ্চলিক কথ্য ভাষা "LUPTAPRAY ANCHALIK KATHYA VASHA পেজে আগত সবাইকে জানাই হেমন্তের হিমেল হাওয়াই,খেজুর রসের নলেন গুড়ের সুবাস, আর বিলের ধারে আঠালে কাদার আলে দাঁড়িয়ে, গুয়ে ন্যাকড়া,আর বন শালিকের কিচিরমিচির ভরা,বিকেলের কিছু মুহূর্তের ন্যয় গ্রাম্য ভালোবাসা।মূলত পক্ষে, চলুননা একটু ফিরে যাই সেই , অতি অজ পাঁড়াগাঁয়ের সেই ঢোলকলমির বেড়া দেওয়া,উপরে গমের নাড়ায় ছাওয়া,মাটির দেওয়ালের কোলঙায় রাখা এক ফালি ভাঁঙা আয়নার কাছে। আমাদের গ্রাম্য বাংলার সেই সমস্ত কথ্য ভাষা ও শব্দ,যে গুলি এক সময় আমাদের বাল্য,শৈশব ,কৈশোর ও যৌবন মাতিয়ে রেখেছিল,এবং ঠাকুর মা,দাদুর মুখেও শুনে এসেছি,যা গ্রাম বাংলার ঐতিহ্য বহন করতো,তা আজ বিলীনের পথে। এই পেজের মধ্যে দিয়ে সেই সমস্ত "লুপ্তপ্রায় আঞ্চলিক কথ্য ভাষা ও শব্দের " পুনরায় আনয়ন ঘটাবো এবং সমৃদ্ধ করবো লুপ্তপ্রায় শব্দ কে। নতুনকে জায়গা ছেড়ে দিয়ে পুরনোকে বিদায় নিতেই হয় । শব্দের মানুষ যেমন হারিয়েছে তেমনি নতুন অভিধানে হয়ত শব্দগুলো আর থাকবে না; তাই সেগুলো তুলে আনার প্রচেষ্টামাত্র । কারন লুপ্তপ্রায় শব্দগুলো ব্যবহারিক জীবনে আর হয়ত প্রয়োগ হবেনা তার প্রয়োজন ফুরিয়েছে। তাই এই পেজে আগত সবাইকে অনুরোধ করবো, আপনাদের জ্ঞানে থাকা গ্রাম বাংলার সেই সমস্ত "লুপ্তপ্রায় আঞ্চলিক কথ্য ভাষা ও শব্দ " পোস্ট করুন যাতে,আমরা সমৃদ্ধ হাতে পারি। ধন্যবাদ।

Post a Comment

0 Comments