ট্যাঙ্গারি

বর্তমানে চাষের কাজে বিভিন্ন যন্ত্রের ব্যাবহার হচ্ছে .কামারের হাতে তৈরি যন্ত্র আজ লুপ্তপ্রায় হতে বসেছে .এমনকি আধুনিক কালে কামারের পেশাটিই আবিলুপ্তের পথে .নতুন কারিগর তেমন ভাবে গড়ে উঠছে না .এই যন্ত্রটি মূলত চাষের কাজে ব্যাবহারের একটি যন্ত্র .এটির আকার আকৃতি অঞ্চলবিশেষে বিভিন্ন হয় .সাথে সাথে নামের উচ্চারণভঙ্গির  বিভিন্নতা লক্ষ্য করা যায় .শুধু উচ্চারণ ভঙ্গি নয় ,কেও কেও এটাকে একেবারে ভিন্ন নাম চেনেন জানেন.আমরা চিনে এসেছি "ট্যাঙ্গারি" নামে.

Post a Comment

0 Comments