সের

এর আগে বেতের তৈরি ধামা পোস্ট করেছিলাম সাথে সাথে এও বলেছিলাম যে বর্তমানে বেতের ব্যবহার আর সেই রকম ভাবে হয় না। আর আজ যেটি পোস্ট করছি সেটি হল "সের" এটি দাঁড়িপাল্লা আসার আগে মানুষের দৈনন্দিন মাপ করবার অন্যতম মাধ্যম ছিল। সাধারণত সের গুলোতে 1 কেজি ওজনের সামগ্রি থাকতো। তবে বস্তু বিশেষে এর পার্থক্য হয়ে থাকে । চালের ক্ষেত্রে এটা এক কেজি হলেও  ধান বা অন্য জিনিসের ক্ষেত্রে সেটা না হতে পারত বা তার থেকে বেশি হতে পারত । বর্তমানে বস্তু এবং ভাষা দুটিই লুপ্তপ্রায় । ছবিটি দিয়ে সহযোগিতা করেছেন গৌতম পাল বাবু  মহাশয়।ধন্যবাদ গৌতম বাবুকে।

Post a Comment

0 Comments