আজ আবার বেশ কিছুদিন পরে(ব্যক্তিগত কারনে পোস্ট করতে পারিনি) কিছু শব্দগুচ্ছ নিয়ে হাজির হয়েছি। শব্দগুলোর উপযুক্ত ছবি বর্তমানে সম্ভব নয় তবুও অর্থ গুলো বলে বোঝানোর চেষ্টা করছি ।প্রথম যে শব্দটি বলছি সেটি হচ্ছে ,"পাট টাকুর" এটি একটি সুতো কাটার কাঠের তৈরি যন্ত্র বিশেষ ।বর্তমানে এর ব্যবহার আর দেখা যায় না ।এটি এক সময় পাট থেকে সুতো তৈরি করে সেটা কে জড়িয়ে রাখা হতো এবং পরবর্তীতে তা থেকে দড়ি পাকানো হত। দ্বিতীয় শব্দ "ম্যাটেল" এটির ব্যবহার দেখেছি গ্রাম বাংলার মূলত অর্ধ শিক্ষিত এবং অশিক্ষিত মহিলাদের কাছে বিশেষভাবে শব্দটি পরিচিত, এর অর্থ ছোট পুকুর বা গর্ত বিশেষ। অনেক জায়গায় এটি ডোবা নামে পরিচিত। তৃতীয় শব্দটি হল ,"উবোখোন" এই শব্দটি আমার মাকে ব্যবহার করতে দেখেছি। ছোট পুকুর যখন বেশ গভীর হত তখন তাকে এই "উবোখোন" বলা হত। উদাহরণ --'বর্ষাকালে ছোট ছেলে মেয়েদের কে সামলে রেখো নইলে উবোখোন ম্যাটেল এ পড়লে আর রক্ষে নেই। চতুর্থ শব্দ "মাতি" এটি খেজুর বা নারকেল জাতীয় গাছের মাথা থেকে আস্তে আস্তে ছাড়াতে ছাড়াতে ভেতরে নরম শাঁসযুক্ত ডালপালার অপরিণত অংশ পাওয়া যেত যেগুলি খেতে বেশ মিষ্টি এগুলোকে "মাতি" বলে জেনে এসেছি।মাতি কি বোঝার জন্য youtube র একটি ভিডিও লিংক দিলাম। uploader নিশ্চয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।https://youtu.be/e_t6oI7fHGk
0 Comments