জীবন যাপনের জন্য মানুষকে বিভিন্ন কর্ম করতেই হয়; তবে যুগে যুগে মানুষের কর্মক্ষেত্রের মানুষের এবং কর্মের পরিবর্তন লক্ষ করা গেছে । মানুষের মাথায় করে বিভিন্ন জিনিস বওয়া প্রাচীনকাল থেকেই চলে আসছে। যেমন মাটির ঝুড়ি বা বিভিন্ন রকম বোঝা। ছবিতে যেটি দেখা যাচ্ছে সেটি আমাদের অঞ্চলে "বেড়ো" নামে পরিচিত। এটি মূলত মাথার ওপরে শক্ত কোন কিছুকে বহন করার জন্য ব্যবহার করা হয়। কারণ সেই শক্ত জিনিসটি যেন মাথার সঙ্গে সরাসরি আঘাত হানতে না পারে।এটা বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হয়। তার মধ্যে হতে পারে পারে পল নাড়া বিচুলি ,পাট ইত্যাদি উপাদান দিয়ে তৈরী হয়।
0 Comments