গম ও উদা যাঁতা ও ঢিল(GAM O UDA JANTA O DHIL)

গম ও উদা যাঁতা ও ঢিল=উভয় পক্ষের গাফিলতি
আঞ্চলিক কথ্য ভাষার অফুরন্ত ভান্ডার হলো আমার মা। মায়ের মুখেই ছোটবেলায়  এমন অনেক কথা শুনেছি যা বর্তমানে আর প্রচলিত নেই। সাথে সাথে মায়ের মুখে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে উপমার ব্যবহার করতে দেখেছি; যেগুলি বাগধারা রূপে পরিচিত । বর্তমানে যে উপমাটি আলোচনা করছি সেটাও আমার মায়ের মুখে শোনা  ।এছাড়াও গ্রামাঞ্চলের প্রচুর লোকের মুখে এই কথাগুলি একসময় বহুৎ প্রচলিত ছিল । কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে, আর তাই সেই রকম ভাবে এই বাগধারা গুলির প্রয়োগ দেখা যায় না ।আমার মা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে এরকম প্রচুর বাগধারার প্রয়োগ করতো তার মধ্যে কিছু হয়তো কিছু হয়তো প্রবাদ প্রবচনের তালিকার অন্তর্ভুক্ত  আবার কিছু নয়।এখানে যে বাগধারা, প্রবাদ প্রবচন বলা হয়েছে তার অর্থ হচ্ছে- দু'পক্ষের গাফিলতিতে কোন বিষয় ভণ্ডুল  হয়ে যাওয়া ।যেমন কোন ছেলে মেয়ে মেয়ে পড়াশোনায় অমনোযোগী এবং পড়াশোনার দিকে তার কোন লক্ষই  নেই এবং এই বিষয়ে তার বাবা-মায়ের কোনো হেলদোল নেই ।তখন এই বাগধারাটি ব্যবহার হতে পারে । যদি গম শুকনো না থাকে তাহলে পিষতে এমনিতেই অনেক বেশি শক্তি প্রয়োগের দরকার লাগে যার পরিপ্রেক্ষিতে যাঁতাটিকে খুব  যুৎসই হতে হয় ।কিন্তু এই অবস্থায় দেখা যাচ্ছে যাঁতাটিও ঢিল অর্থাৎ ঠিক শক্তপোক্ত নয়। যার পরিপ্রেক্ষিতে আটা বের করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না । যেরকম ছেলে-মেয়ের  অমনোযোগী ও বাবা-মায়ের  দেখভালের অভাব আখেরে ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দেয়।
উদা =নরম
ঢিল=Loose

Post a Comment

0 Comments