ঠুঙী(THUNGI)


উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের অঞ্চলে ঠুঙী
 নামে পরিচিত এটি খেজুর গাছ, নারকেল গাছ ঝোড়া বা কাটার জন্য দা নিয়ে ওঠার জন্য ব্যবহার করা হতো এর নিচের অংশে সপরা বা ফেসো দিয়ে দেওয়া হত যাতে দা পড়ে না যায় ।এর সাথে সাথে আর একটি শব্দ মনে পড়ে গেলো বালি ধারা যা দিয়ে দা ধার দেওয়া হত। কিন্তু বর্তমানে নতুন কোন লোক আর এই পেশায় আসছেনা তাই এটি লুপ্ত হতে বসেছে। অঞ্চলভেদে এটি বিভিন্ন নামে পরিচিত রয়েছে ।

Post a Comment

0 Comments