এর আগে বেতের তৈরি গৃহস্থালি জিনিসের মধ্যে ধামা ও সের পোস্ট করেছিলাম । আজ
যেটি পোস্ট করছি সেটির উপযুক্ত ছবি না পাওয়াতে ধামার ছবি দিলাম বোঝার
সুবিধার্থে। এটি আকার ও আকৃতিতে ধামার থেকে ছোট ,কিন্তু সের এর থেকে বড়
এটাও অনেক সময় জিনিস পত্র মাপার কাজে ব্যবহৃত হতো । বর্তমানে বেতের
দুষ্প্রাপ্যতা হেতু এর ব্যবহার অনেক কমে এসেছে সাথে সাথে শব্দটিও
লুপ্তপ্রায় হতে বসেছে । এবং নতুন করে সে রকম ভাবে দেখা যায় না । তাছাড়াও
অন্যান্য সস্তা এবং ধাতুর তৈরি জিনিস এর ব্যবহার কমার জন্য দায়ী। এটি
আমাদের অঞ্চলে "কাঠা" নামে পরিচিত।যদিও জমি মাপার ক্ষেত্রেও কাঠা শব্দটি ব্যবহৃত হয়.কুড়ি কাঠায় এক বিঘা .
0 Comments